করলে কাজ হবে ভুল,
            তা বলে কি ছিড়বে চুল?
শিক্ষা লও দেখে ভুল,
             তবেই মনে ফুটবে ফুল।


শিশুর ভুল প্রতি পদে,
         বড়দের কাছে পায় শিক্ষা;
ভুল থেকে শিখে তারা,
        ধীরে ধীরে হয়ে যায় পাক্কা।


একবারের ভুল থেকে,
                 শিক্ষা নেয় বুদ্ধিমান;
এভাবেই গড়ে তারা,
               নিজেদের জীবনখান।


বারবার করলে ভুল,
                   জীবন হবে বিফল;
বেকুবরা করে এ ভুল,
              জীবন ভর দেয় মাশুল।


মানুষ চিনতে যদি কর,
                একবারের তরে ভুল;
অথৈ সাগরে যাবে পড়ে,
                  পাবেনা খুঁজে কূল।


কর্মমুখর জীবনের দীক্ষা,
              পদে পদে আছে ধাক্কা,
ভুল থেকে নিবে শিক্ষা,
             তবেই পাবে তুমি রক্ষা।
    তারিখঃ ১৩-১২-২০২২ ইং;