খোদার পরেই শক্তিমান তুমি, হে টাকা;
তুমি ছাড়া হয়না কিছুই, চারদিক ফাঁকা।
বিজ্ঞান বলে, এটোম বোমা শক্তিশালী;
কিন্তু টাকার কাছে তা একেবারে বালি।


অনেকে বলে থাকেন, অর্থই অনর্থের মূল;
ভুল, ভুল; তাদের ধারণা পুরোটাই ভুল।
টাকায় সব হয়; সত্যিই কিনা, নাহি জানি;
সবটা না হলেও অনেকটায় হয়, তা' মানি।


আমেরিকার খবরদারি, সারা দুনিয়া জুড়ি;
তার মূলে আছে, তাদের অগুনিত অর্থকড়ি।
সবাইকে আপদে বিপদে করে থাকে দান;
তাই সবাই মেনে চলে আমেরিকার বিধান।


সোভিয়েত ইউনিয়ন ভাঙ্গার মূলেও টাকা;
তাদের ছিলনা টাকা, তাই চারদিক ফাঁকা।
সবাই খুশিতে চলে যায় আমেরিকার জালে
এ সবেই ঘটেছে আমেরিকার টাকার চালে।


অভাবের যাতনায় মা বিক্রি করে দেন সন্তান;
প্রেম পালায়, প্রেমিকাও ভুলে প্রেমের মান।
অর্থের মাপকাঠিতে মাপা হয় মানুষের সম্মান
না থাকলে টাকা, নিকট আত্মীয় দেয় না মান।


'ফেল কড়ি, মাখ তেল'- এটা বাগধারা,
অর্থাৎ কিছুই পাবেনা তুমি টাকা ছাড়া।
জানা নেই, কথাটা বলেছে কোন জ্ঞানবান;
পকেটে পুরে ভাত, শেখ সাদী দিল প্রমান।


সমাজ টাকার কাছে আজ পরেছে বাঁধা।
শিক্ষা-দীক্ষা, আভিজাত্য সব গোলক ধাঁধা।
টাকা আছে যার, হোক তা' সাদা বা কালো;
সেই ছড়াচ্ছে এখন, সমাজ জুড়ে আলো।


জাতি হিসাবে আমরা দরিদ্র, পরনির্ভর;
স্বাধীনতার উষালগ্ন থেকে, জানা এ খবর।
মিসকিন বলে পরিহাস করে আরব বিশ্ব;
যদিও সংস্কৃতিতে তাদের চেয়ে মোরা শীর্ষ।


নৌকায় দিয়ে পারি, অশান্ত মহাসাগর;
যুবারা যাচ্ছে বিদেশ, ছেড়ে নিজ ঘর।
দিচ্ছে তারা প্রাণ, তবুও মিছিল চলছে;
ঘুচাতে হবে দারিদ্র, সবাই তারা বলছে।


আমাদের মেধাবী ইঞ্জিনিয়ার, ডাক্তার;
যার জন্য দেশের কোটি টাকা খরচ পার ;
উন্নত জীবনের বাসনায়, ছাড়ছে স্বদেশ;
ব্রেন হচ্ছে ড্রেইন; ক্ষতিগ্রস্থ হচ্ছে দেশ।

বাড়াতে হবে জাতীয় আয়, আর্থিক শক্তি;
প্রতিজন মানুষের চাই, অর্থনৈতিক মুক্তি।
শিক্ষা সংস্কৃতির সাথে, বৃদ্ধি কর উপাজ্জন।
তবেই আসবে সম্মান, বাড়বে জাতির মান;
                           তারিখঃ ২২-০৮-২০২২