মানব জীবন নহে পুষ্প বিছানা;
ভবিষ্যৎ জীবন পুরোটা অজানা।
জীবনে আছে দুঃখ ব্যথা জ্বালা;
সঠিক পথ বিনে জীবন কালা।
অজানা পথ বিপদ সংকুল;
অসতর্ক হলে দিতে হবে মাশুল।
পথ চলতে যদি হয়ে যায় ভুল;
অথৈ সাগরে পড়বে পাবেনা কুল।


আকাশে যদি দেখা যায় মেঘ,
যদি শোনা যায় ডাকছে ভেক;
ঘন বরষার বাকি নেই আর;
এখনি ঘনাবে আঁধার চারিধার।
নিতে হবে প্রস্তুতি বরষার;
নইলে ভিজতে হবে এবার।
ভিজলে হতে পারে জ্বর;
তখন বন্দী থাকতে হবে ঘর।


দুনিয়ায় আছে নানা ফাঁদ পাতা;
এজন্য প্রস্তুত রাখতে হবে ছাতা।
একটা ফাঁদে যদি পড় আটকা;
তবে খাবে প্রচন্ড এক ঝটকা।
সৌন্দর্য দেখে হইও না উতলা;
আড়ালে থাকতে পারে ছলাকলা।
বিষে হয়ে যেতে পারে জীবন নীল;
হারিয়ে যেতে পারে জীবনের মিল।


সাধু সময়ে থাকতে হও সাবধান;
নইলে বেঘোরে হারাতে হবে জান।
বুকে নেয়ার আগে জানিও নামধাম;
মনে রেখো জীবনের নাম সংগ্রাম।
    তারিখ: ২৩-০৬-২০২৩ ইং;