শেখ মোঃ খবির উদ্দিন

ধরনীর রূপে মুগ্ধ ঘুরি দেশ থেকে দেশান্তর;
এন্টার্কটিকা থেকে সাইবেরিয়া আমার ঘর।
      হোয়াইট হাউস থেকে ক্রেমলিন;
        ঘুরেছি লন্ডন থেকে বেইজিং।
আইফেল টাওয়ারে বসে দেখেছি প্যারিস।
টুইন টাওয়ারে বসে মুগ্ধ মনে দিয়েছি শীষ।

দেখেছি মিশরের পিরামিড দাঁড়িয়ে নিশ্চুপ;
  দেখেছি আগ্রার তাজমহলের বিমুগ্ধ রূপ।
      শুনেছি নির্মাণ শ্রমিকের হাহাকার;
       দেখেছি তাদের ঘরের অন্ধকার।
কোটি কোটি নিরন্ন মানুষের জোটে না ভাত;
ছিনতাইয়ের অর্থে নির্মান স্বৈরাচারের প্রাসাদ।

দেখেছি পাঁচ তারা হোটেলে রঙের ঝলকানি;
নাচে বিনোদিনী নেশায় মত্ত হাতে লাল পানি।
         ডাস্টবিনে লক্ষ টন খাবার;
         মরছে মানুষ নেই আহার।
একদিকে ঐশ্বর্য আর অপচয়ের বাড়াবাড়ি;
সোমালিয়া ইথিওপিয়ায় মানুষের আহাজারি।  
  
শুনেছি উত্তর কোরিয়ার মানুষের মর্ম বেদনা;
দেখেছি কিমের পারমাণবিক অস্ত্র উন্মাদনা।
        দেখেছি ইউক্রেনে দক্ষযজ্ঞ;
      গাজায় ইজরায়েলের ধ্বংসযজ্ঞ।
দেখেছি চীনের প্রাচীর অস্ট্রেলিয়ার মরুভূমি;
যাযাবর মন ঘুরছে সদাই পৃথিবীর পদ চুমী।
তারিখ: ০১-০৫-২০২৪ ইং;