.    জীবনের সুসময় শিশুকাল;
  এ সময়ে থাকে না কোন আকাল।
     মাতৃদুগ্ধে মিটে ক্ষুধা-পিপাসা;
     সবার থেকে পায় ভালোবাসা।
           ব্যথায় একটু কান্না;
     ছুটে আসেন মা বন্ধ হয় রান্না।


   শৈশব কৈশোর থাকে একটা ঘোর;
      খেলাধুলা লেখাপড়ায় বিভোর।
         থাকে জীবনে উচ্ছলতা;
      স্বভাবে থাকে সদা চঞ্চলতা।
      পড়ালেখা ভিন্ন চিন্তা নাই আর;
    খাওয়া-পরা সব দায় পিতা-মাতার।  


     যৌবনকাল জীবনের স্বর্ণালী সময়;
       লড়ে বীর ছিনিয়ে আনে বিজয়।
       প্রেম ভালোবাসার এটাই সময়;
            হৃদয়ে নেই কোন ভয়।
          করে থাকে আয় রোজগার;
        নিজ কাঁধে নেয় সংসারের ভার।


        বৃদ্ধকাল তো জীবনের যাতাকল;
           সারা জীবনের কর্ম নিষ্ফল।
        রোগ শোক বাসা বাঁধে দেহ মনে;
           হিতোপদেশ কেউ না শোনে।
           বৃদ্ধ বৃদ্ধা অবাঞ্চিত সংসারে;
        কেউ থাকতে চায় না কাছে ধারে।


        সারা জীবনের সঞ্চিত সব আয়;
           খুশি মনে সবাই নিতে চায়।
         বৃদ্ধ-বৃদ্ধার কোথাও হয়না ঠাঁই;
           সবার কাছে তারা বালাই।
          এতদিন যারা ছিল আপনার;
        কেউ আর ধারে না তাদের ধার।


         অবশেষে স্থান হয় বৃদ্ধ নিবাস;
              কেউবা হয় সন্ন্যাস।
         আপনার চেয়ে আপন যে জন;
           সেই তো ভেঙে দেয় মন।  
             ব্যথায় বন্ধ হয় কথা।
       এটাই জীবনের চরম বাস্তবতা;
        তারিখ: ০৪-১০-২০২৩ ইং;