.
             মেহগনি গাছ পুরাতন পাতা করেছে বিদায়;
            রাস্তার ধারে দাঁড়িয়ে আছে মৃত্যু প্রায়।
               শুনেছিল তারা নতুনের পদধ্বনি;
          তাইতো পুরাতনের করেছে বিদায় আপনি।
                 এখন গুনছে প্রহর প্রতীক্ষার;
              কখন মিলবে সাক্ষাৎ, নতুন পাতার।
          নতুন পত্র পল্লবে সুশোভিত হবে দেহখানা;
          ভরে যাবে তনু মন, খুশিতে হবে আটখানা।


           যার দয়ায় এতদিন বেঁচেছিল তব জীবন;
              নতুনের তরে দিলে তারে বিসর্জন।
                  দুনিয়া নবীনের পূজা করে;
        সব নৈবদ্য থরে থরে সাজিয়ে রাখে তার তরে।
        জরাজীর্ণ, রোগব্যাধির সেখানে নেই কোন স্থান;
                ফুল বাসি হলে নেই কোন মান।
               তাইতো এই বিদায়ের আয়োজন;
        এটাই নিষ্ঠুর নিয়তির বিধান, এটাইতো জীবন।
                 তারিখ: ০৪-০৩-২০২৩ ইং;