সদা চলছে ধরা মাঝে সত্য মিথ্যার দ্বন্দ্ব;
এই দ্বন্দ্ব করছে নষ্ট পৃথিবীর ছন্দ।
প্রচার মাধ্যম চলে গেছে মিথ্যার দখলে;
করছে প্রচার মিথ্যা নানা ছলে।
নিজেকে বলছে মানবতার ধ্বজাধারী;
অথচ কর্মে প্রমাণ করে বজ্জাতের হাড়ি।
  
সত্য মিথ্যার দ্বন্দ্বে মাঝে মাঝেই বিভ্রান্ত;
অস্থির মনটা হয়ে যায় অশান্ত।
ক্ষনকাল পর ওঠে রোদ কাটে কুয়াশা;
হৃদয়ের অন্তস্থলে জাগে নতুন আশা।
মিথ্যা শক্তিশালী হলেও ক্ষণস্থায়ী;
সত্যের তেজে মিথ্যা একদিন ধরাশায়ী।  

নেই রঙের ছোঁয়া সত্যের পথ বড়ই রুক্ষ;
এ পথে চলতে গেলে পাবে বড় দুঃখ।
মাঝে মাঝে মনে হবে আলোহীন অন্ধকার;
পাবে না পথের সাথী কেউ নেবে না ভার।
সত্যের পথ নহে কুসুমাস্তীর্ণ;
বিপদ বাধা অতিক্রম করে হতে হবে উত্তীর্ণ।
তারিখ: ২৪-০৬-২০২৫ ইং;