এখানে সামান্য কয়েকটি যুদ্ধের, দিলাম খবর;
অনাদিকাল থেকে চলছে কোটি কোটি সমর।
মরছে মানুষ, পুড়ছে ভাগ্য, ভেঙ্গেছে সুখের ঘর;
ছোট এ ক্যানভাসে সবটা আঁকা কি, সম্ভবপর?


যুদ্ধ একাধারে মানুষ মারে; সভ্যতাও ধংস করে,
অগনিত নগর, বন্দর, হয়েছে বিলিন যুদ্ধ তরে।
বানিজ্য কেন্দ্র, কল-কারখানা, ঘরবাড়ি, ধর্মশালা;
বিদ্যাপীঠ, জীব-যন্তু সহ ধ্বংস অসংখ্য গাছপালা।


প্রতি বছর যুদ্ধের খরচ, ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার;
আর খাদ্যাভাবে লক্ষ শিশু মরে, আফ্রো-এশিয়ার।
সৃষ্টির সেরা মানুষের, বাঁচার কি নেই অধিকার?
অথচ আয়োজনের কমতি নাই, তাদের মারিবার।


শুধু কি তাই, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা;
মানষের মৌলিক মানবাধিকার, নহে তাহা ভিক্ষা।
কোটি মানুষ, এখনও মৌলিক অধিকার বঞ্চিত;
এক বছরের যুদ্ধ বাজেটেই, হতে পারে নিশ্চিত।


মানুষ মানুষের জন্য, শুধু কি ছেলে ভুলানো গান?
নইলে হত্যার প্রতিযোগিতার, নেই কেন অবসান?
বৃহৎ শক্তির গালভরা বুলি, জাতিসংঘ ঘোষণা;
এ সবই কি শুধুই কথার কথা, নাকি প্রতারণা।


ক্ষুধামুক্ত পৃথিবী চাই, বাঁচার মত বাঁচতে চাই;
বিশ্ব বিবেকের কাছে, আজ এ নিবেদন জানাই।
ফাঁকা বলি, আর প্রতিক্ষার, হোক চির অবসান;
আমরা চাই মানবাধিকার, চাই মানবতার জয়গান।


যুদ্ধ শান্তি আনতে পারে না, করতে পারে ধ্বংস;
বন্ধ কর সব যুদ্ধ, দেখতে চাইনা হিটলারের বংশ।
বন্ধ কর, পারমাণবিক সহ সকল অস্ত্র উত্‍পাদন;
ভালবেসে করে নাও আপন, ধরাই হবে স্বর্গ তখন।
                 তারিখঃ ১০-১০-২০২২ ইং;


প্রিয় কবি বন্ধুগণ,
প্রথমেই অভিনন্দন জানাই আপনাদের অসাধারণ ধৈর্যের জন্য। আমার মত একজন আনাড়ি নবিশ কবির? সাত পর্বের কবিতা গলাধঃকরণ করা সহজ ব্যাপক ছিল না। এটা অনেকটা সাপের ছুঁচো গেলার মত অবস্থা নিশ্চয়ই। আমি কবি নই বা নিজেকে কবিও মনে করিনা। 'তাই কবির' পরে '?' চিহ্ন দিয়েছি। কাজ নেই তাই বুড়ো বয়সে গত ছয়মাস ধরে লেখালেখির চেষ্টা করি। জানি এগুলো কবিতা হয়না। অনেকে নানা পরামর্শ দিয়ে থাকেন আমি তা সাদরে গ্রহণ করি।
তবে এটা ঠিক সময় কাটানোর একটা উত্তম ব্যবস্থা এটা। এখনো কোন বই প্রকাশ হয় নাই। ভবিষ্যতে ছাপানোর সম্ভাবনা নেই। কোন পত্রিকায়ও কোন কবিতা ছাপা হয় নাই। এখানে পয়সা লাগেনা, তাই লেখি।
আপনারা অনেকে গভীর মনোযোগ দিয়ে পরেন যা আপনাদের মন্তব্য থেকে স্পষ্ট। এটাই আমার লেখার সার্থকতা।
আজকের পর্বই 'যুদ্ধ নয় শান্তির' শেষ পর্ব। ভাল থাকবেন বন্ধুগণ। সৃষ্টি কর্তার নিকট দোয়া করি আপনারা নিজ নিজ অবস্থান থেকে এক একজন স্বনামধন্য কবি হয়ে উঠুন। পরিবার পরিজন নিয়ে ভাল থাকবেন। ইনশাল্লাহ দেখা হবে।