কলম, তুমি আধুনিক সভ্যতার ধারক বাহক;
তুমি আছ বলে মানুষ হয়েছে কলাম লেখক।
তোমার কারণেই শিশুরা শিখে পড়ালেখা;
তুমি আছ বলেই শিল্পীর সম্ভব ছবি আঁকা।


কবি সাহিত্যিক লেখকের কী হত উপায়?
এ দুনিয়ায় কলম যদি না থাকিত হায়।
লেখা হারিয়ে যেত কালের অন্তরালে ভাই;
শেক্সপিয়ার কালিদাসে মোরা কেমনে পাই?


নিউটন আইনস্টাইনের তত্ত্বগুলো আছে লেখা;
তবেই এ যুগের বিজ্ঞানিরা পেল তাদের দেখা।
এভাবে যুগের পর যুগ বিজ্ঞান গাঁথা এক তারে;
তাই বিজ্ঞান এগিয়ে চলে ক্রমাগত একাধারে।


কলম আছে বলে ডাক্তার লেখে প্রেসক্রিপশন;
কলমের লিখুনির গুণে বহু পর হলো আপন।
কলম ছিল বলে রবীন্দ্র নজরুল লেখে গান।
প্রেমিক প্রেমিকার চিঠি তাও কলমেরই দান;


কলম আছে তাই বিদ্রোহী পায় প্রতিবাদের ভাষা;
কলম আছে বলেই কেরানীরা পায় বাঁচার আশা।
সাংবাদিকের কলম সত্যের সন্ধানে বেড়ায় ছুটে;
অনিয়ম অত্যাচার দেখা মাত্রই কলম গর্জে উঠে।


ইতিহাস কথা বলে কলম দিয়েছে তার জীবন;
কলমই প্রাগৈতিহাসিক কাল থেকে করছে ধারন।
সাম্রাজ্যবাদ দখলদারের ভীত নড়িয়ে দেয় কলম;
অসহায়ের পাশে দাঁড়িয়ে ক্ষতে দিয়ে চলে মলম।


মহাবীর যতই শক্তিধরই হোক আছে তার মরণ;
কলম সদাই সচল থাকবে রাখবে তা' স্মরণ।
পারমাণবিক বোমা ভয়ঙ্কর মারণাস্ত্র ধরণী 'পর
কিন্তু দুনিয়া মাঝে কলমের শক্তি সবার উপর।
তারিখঃ ২৪-১০-২০২২ ইং;