.        তোমরা দেখেছো পেট্রো ডলারের ঝলকানি;
             শোন নাই তাদের পেছনের কাহানি।
                মাথার উপর জলন্ত সূর্যের তাপ;
           পায়ের নিচে উত্তপ্ত সাহারার বালুর ভাপ।
              চল্লিশ ডিগ্রী তাপমাত্রায় সিদ্ধ শরীর;
         সংকীর্ণ বিছানয় আসে না ঘুম, রাত্রি গভীর।
            পায় না প্রিয় কারো সহানুভূতির হাত;
             স্মৃতি রোমন্থন করে কেটে যায় রাত।


          পিতা মাতা ভাই বোন সবাই থাকে দেশে;
            তারা ভাবে, আছে সন্তান রাজার বেশে।
            জানতে চাহেনা কেহ, তাদের মর্ম বেদনা;
                সবাই করে শুধু টাকার আরাধনা।
           নববিবাহিতা সুন্দরী তরুণী স্ত্রী থাকে ঘরে;
                উত্তাল যৌবন গুমড়ে গুমড়ে মরে।
           সুহৃদ সেজে পরশি দেবর ঘোরাঘুরি করে;
        দেবতার জন্য সাজানো অর্ঘ্য যায় দানবের তরে।


          দু'বছর পর যখন সময় হয় বাড়িতে ফেরার;
                রাখতে হবে সবার আবদার।
                 হায়রে নিষ্ঠুর ভাগ্য বিধাতা;
        কেউ ভাবেনা, কেউ বোঝেনা প্রবাসীর মর্ম ব্যথা।
                 কারো সাধ যদি থাকে অপূর্ণ;
         প্রবাসীর এতদিনের অর্জন হয়ে পড়ে শূন্য।
          এটাই প্রবাসীর জীবন, নেই কিছুই বলার;
       এভাবে তারা দেশে নিয়ে আসে, পেট্রো ডলার।
                     তারিখ: ১০-০৪-২৩ ইং;