নীতির মাঝে সেরা নীতি, নাম তার রাজনীতি।
আজব নীতির, নেই সেখানে কোন রীতি নীতি।
সম্রাট অশোক, ইতিহাসে মহান যারে পরিচয়;
সিংহাসন লাভে নিরানব্বই ভ্রাতা, করেছে ক্ষয়।
আরোও পাঁচ'শ মন্ত্রীরে তিনি করেছেন সাবার;
তবেইতো নিষ্কণ্টক হয়েছিল, সিংহাসন তাহার।
পাণ্ডব ভ্রাতা অর্জুন, ভগবান কৃষ্ণ তার সারথী;
রাজ্য লাভে কৌরব বংশ বিনাসী এক মহারথী।


তাজমহল সহ বহু স্থাপনার নির্মাতা, শাহজাহান;
পিতাকে বন্দী করে, তিনি দখল করেন সিংহাসন।
তার পুত্র আওরঙ্গজেব, পিতাকে করলেন বন্দী;
তবেই পেয়েছিলেন সিংহাসন, করেন নাই সন্ধি।
এতেই খান্ত দেন নাই, কৌশলে ভাইদের সড়ান।
তারই পরিচয়, মোগলদের মধ্যে বেশী ধর্মপ্রান।
ক্ষমতার দখলে, মরিয়া মীরজাফর আলী খান;
সিরিজকে সরিয়ে, ইংরেজকে করেন দেশ দান।


পৌরাণিক কাল থেকেই, রাজনীতির এ ছলাকলা;
এ খেলায় মরেছে কত আপজন, যাবেনা তা' বলা।
এ দেশে জাতির পিতাকে করল হত্যা, তারই সেনা;
এক সেনাকে মারে অন্য সেনা, যায়না তাকে চেনা।
চিরকাল রাজনীতির নর্দমায়, এভাবে গড়ায় জল;
তুমি খুঁজে হন্যে হবে, তবুও পাবেনাক তার তল।
এটা শুধু আফ্রো-এশিয়ার দরিদ্র দেশের গল্প নয়;
দুনিয়ার সকল প্রান্তেই, এ ঘটনা নিয়মিতই হয়।


গণতন্ত্রের বড় ধ্বজ্জাধারী দেশ, মার্কিন যুক্তরাষ্ট্র;
ধনে-মানে, জ্ঞানে-বিজ্ঞানে তারা এ দুনিয়ার শ্রেষ্ঠ।
সেখানেও ক্ষমতা দখলের রাজনীতি ছড়ায় দূর্গন্ধ;
যন্ত্র বসিয়ে চুরি করে অন্যের তথ্য, নষ্ট করে ছন্দ।
ক্ষমতায় টিকে থাকার লাগি, ট্রাম্পের ছলাকলা;
জানে পুরো পৃথিবী, যাবেনা তা' কোনদিন ভোলা।
রাশিয়া ইউক্রেন যুদ্ধ, তাহাও ভূ-রাজনীতির সৃষ্ট ;
আর এ রাজনীতির যাতাকলে, হচ্ছে মানুষ পৃষ্ঠ।


রাজার নীতি, দিয়েছে নাম তাই, রাজনীতি তার;
রাজা ও রাজ্য আছে, উপায় নাহি নীতি ছাড়িবার।
এটা অবিচ্ছেদ্য আমাদের জীবন, সংসার, দেশে;
তাই থাকবেই রাজনীতি, তা' নিতে হবে ভালবেসে।
ছলে-বলে, কলে-কৌশলে ক্ষমতা দখল নহে আর;
রাজনীতির লক্ষ্য হবে সামগ্রিক কল্যাণ, জনতার।
আর কল্যাণের এ রাজনীতি, হতে হবে কলুষমুক্ত;
রাজনীতির সাথে যে হবে যুক্ত, সে হবে দেশ ভক্ত।
               তারিখঃ ২৩-০৯-২০২২ ইং