কথা দিয়ে করি দুনিয়া জয়;
মন থেকে সরে যায় সব ভয়।
ভুলিয়ে দেয় সব দুঃখ ব্যথা;
দরকার একটি মিষ্টি কথা।


ছোট্ট শিশু ছোট্ট তার মন;
পরিবারই তার ছোট্ট ভুবন।
চিনেনা কে আপন কে পর।
কথার মিষ্টিতে ভিজে অন্তর।


কথায় যদি হয় অসংগতি;
পরিবারে নেমে আসে দুর্গতি।
ভেঙ্গে যায় সুখের সংসার;
জীবনে নামে আসে হাহাকার।


সইতে না পেরে কথার বান,
কত জীবন হয়েছে বলিদান;
বেঁচে নেয় আত্মহননের পথ;
ভুলে যায় জীবনের শপথ।


কথায় বেড়ে যায় নানা কথা;
বাড়ে দুঃখ, বেড়ে যায় ব্যথা।
কথা বলতে হবে হিসাব করে;
তবে সংসার সুখে যাবে ভরে।


মন্দ কথা ভারাক্রান্ত করে মন;
সুন্দর কথা পূর্ণতা দেয় জীবন।
বাতাসে ধ্বনিত হয় নতুন দিন।
যথার্থই, কথার শক্তি সীমাহীন।
   তারিখ: ১৬-০৫-২০২৩ ইং;