সুখ দুঃখ পাশাপাশি দুই ভাই বোন;  
এক ছাড়া অন্যজন হয় না আপন।
সুখের লাগিয়া যদি কর হায় হায়;
ভয় পেয়ে সুখ ঘর ছেড়ে পালায়।


যদি কর সুখের চিরস্থায়ী আশা;
ভাঙিবে মন পালাবে ভালোবাসা।
সুখ লভিতে দুঃখ করতে হবে জয়;
দুঃখকে পাশ কেটে কভু সুখ নয়।


সুখ সোনার হরিণ ধরা নহে সোজা;
বন্ধ করো আতিপাতি করে খোঁজা।
নিজ কর্ম সাধনে হও মনোযোগী;
কর্মের সাফল্য করবে তোমায় সুখী।


দুঃখ যদি এসে বাঁধে বাসা তব ধারে;
স্থির চিত্তে মোকাবেলা করো তারে।
দুঃখকে যদি প্রশ্রয় দাও বেশি করে;
সুখ চলে যাবে তোমা থেকে বহুদূরে।


মুদ্রার দু'টি পিঠ সুখ দুঃখ নাম তার;
ঘুরে ঘুরে ফিরে আসবে তা বারবার।
চিত্তের দৃঢ়তা নিয়ে করব মোকাবেলা;
এটাই জীবন চিরদিন চলে এ খেলা।


আছে যার অধ্যবসায় চেষ্টা আর ধৈর্য;
তারাই লভিবে এই সমাজে ঐশ্বর্য।
অনুকূল বাতাস লাগবে তার পালে।
এই খেলায় জয়ের মাল্য তারই ভালে।
তারিখ: ০৯-০৮-২০২৩ ইং;