.
     শ্রাবণ মাস, ঘন কাল মেঘে আচ্ছাদিত আকাশ;
           অঝোর ধারায় ঝরছে, শ্রাবণ ধারা;
             বৃষ্টি করেছে আজ পাগল পারা।
      প্রাণে এনেছে সুরের আবেশ, দক্ষিণা বাতাস।


     ইচ্ছে করছে আজ ফিরে যেতে, সবুজ গাঁয়ে মোর;
          বৃষ্টি সেথা টিনের চালে, তোলে সুর ছন্দ;
          ঘুমের আবেশে হয়ে যায়, চোখ দু'টি বন্ধ।
      আনন্দে উদ্বেলিত পাগল মন, হয়ে যায় বিভোর।


       বৃষ্টি! মানুষের তরে প্রকৃতির এক অপরূপ সৃষ্টি;
                বৃষ্টি আছে তাই সবুজের সমাহার;
               যা দিচ্ছে আরাম, আয়েশ, আহার।
     শস্য শ্যামল এ দেশ হত মরুভূমি, না থাকলে বৃষ্টি।


     মাটির নীচের সুপেয় পানি, তাহাও তো বৃষ্টির দান;
         বৃষ্টি না থাকলে, পানির স্তর যাবে নেমে;
         না থাকলে বৃষ্টি, নদী প্রবাহ যাবে থেমে।
     নদী আছে, তাই মাঝি গেয়ে চলে, ভাটিয়ালী গান।


       অতি বৃষ্টি, কখনো সৃষ্টি করে বিপদ-বিসংবাদ;
           প্লাবিত করে ফসলের মাঠ, দেয় কষ্ট;
         তবে বৃষ্টির দানেই, নতুন করে হয় সৃষ্ট।
     বৃষ্টির প্রতিটা কণাই, স্রষ্টার এক একটি আশীর্বাদ।
                         তারিখঃ ১৩-০৯-২০২২ ইং