ধিক্কার জানানোর ভাষা, পাচ্ছি না আজ খুঁজে;
সৃষ্টির সেরা জীব, মানুষ কেন আছে চোখ বুজে?
মাত্র আট মাসে ৫৭৪ জন নারী, ধর্ষণের শিকার;
২৪ ডট কমের খবর এটা, তবু নেই কার বিকার।


পূর্ণাঙ্গ চিত্র নহে এটা; তা আমদের সবার জানা;
অনেক খবর লোক চক্ষুর আড়ালে রয় অজানা।
লজ্জা আর সামাজিক কারণে, খবর হয় গোপণ;
এটা হিমশৈল, প্রকৃর খবর হয়তো এর পাঁচ গুণ।


তারপরও দৈনিক আড়াই নারী, হারাচ্ছে সম্ভ্রম;
এটা দেখেও কেন ভাংছেনা, কর্তাব্যক্তিদের ভ্রম।
আমরা কি তা'হলে, জাহেলিয়া যুগে করছি বাস?
নাকি যুদ্ধাবস্থায় মোদের নিতে হচ্ছে, শ্বাস-প্রশ্বাস?


চলন্ত বাস, কলেজ-বিশ্ববিদ্যালয়, পার্ক, পরিবার;
কোথাও নারীর জন্য নিরাপদ ব্যবস্থা নেই আর।
প্রেমিক তার প্রেমিকাকে একা পেলেই করে ধর্ষণ;
দল বেঁধে শকুনের মত, তার লগ্ন দেহ করে ভক্ষণ।


কর্মক্ষেত্রে বস আর সহকর্মীরা কামুক দৃষ্টি হানে;
ধর্ষণের ভয়ে সদা উত্‍গ্রীব, কখনও মারে জানে।
সহপাঠী, শিক্ষক, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন;
নারী শিশু-কিশোরী যেই হোক, পেলেই ধর্ষণ।


ধর্ষক সে কি মানুষ, আছে কি তার হাত-পা, মাথা?
জন্ম কি মাতৃ জঠরে, আছে কি তার বোন-মাতা?
তারা কি নরাধম, নাকি ধর্ষকদল পশুরও অধম?
পশুরা করবে বিদ্রোহ, ধর্ষকের সাথে নিলে নাম।


জীবন আর সম্ভ্রম রক্ষা, সবার মৌলিক অধিকার;
নহে দেরী, জেগে উঠ নারী, সোচ্ছার হও এবার।
সাথে রাখ চাকু, ব্লেড, মরিচের গুঁড়া আর বেত;
হান চাকু বুকে, ব্লেড দিয়ে কর, বিশেষ অঙ্গ ছেদ।


সবার জান, মাল, আব্রু, রক্ষার দায় সরকারের;
নহে আপোষ, কঠোর বাস্তবায়ন চাই আইনের।
ধর্ষকের সব চেয়ে বড় শাস্তি হোক গণধিক্কার;
তার কপালে উল্কি দিয়ে 'ধর্ষক' লেখা দরকার।                                                    
             তারিখঃ ০৬-১০-২০২২ ইং;