কৈশোর বয়স থেকেই শুনছি, বিপ্লবের পদধ্বনি;
     আকাশে বাতাসে চলছে তারই প্রতিধ্বনি।
            মার্কসবাদ-লেনিনবাদ-মাওবাদ;
                 মেটাতে পারেনি বিবাদ,
                          বিসংবাদ।


অন্ন-বস্ত্র-বাসস্থান-শিক্ষা-চিকিৎসা হতে হবে সবার;
       এটা মানুষের মৌলিক মানবিক অধিকার।
             সবাই প্রতিশ্রুতি দিয়েছে বার বার;
                    সমাধান হয় নাই তার।
                           এটা দরকার।


     নিরন্ন মানুষের বুকের মাঝে নিত্য হাহাকার;
           দেখার কাউকে খুঁজে পাবেনা আর।
                শুধুই গাল ভরা বুলির বাহার;
                  সুখের কমতি কই নেতার!
                        কেউ নেয়না ভার।
                
বাদ পারে না দিতে, মানুষের অর্থনৈতিক মুক্তি;
       শুধু আনতে পারে নিজেদের বিভক্তি।
            কেড়ে নেয় যুব সমাজের শক্তি;
                দূর করে দাও এ আসক্তি;
                       বাড়াও কর্ম ভক্তি।


সব বাদের বাঁধনের চির মুক্তি আমরা চাই;
     নিজের ভাগ্য নিজেরাই করতে চাই।
         সস্তা বিপ্লবের নামে প্রাণ ক্ষয়;
               নহে আর কখনো নয়।
                   পরিশ্রমেই বিজয়।
            
               তারিখ: ২৯-০৪-২০২৩ ইং;