.  বুকের মাঝে আছে নদী, দেখে না তা কেউ;
       দিনে রাতে উতাল পাতাল ওঠে ঢেউ।
           ঢেউয়ের দোলায় ভাঙ্গে কুল;
                আমায় বোঝে ভুল।
       কতজনে ভিড়ায় তরী, ঘাটেতে তার;
        কিন্তু আমার ঘাটখানা যে আঁধার।
      আঁধার রাতে উঠল কালবৈশাখী ঝড়;
    ডুবছে নৌকা, ভাঙছে ঘর, সবাই হল পর।


      সেই নদীর মধ্যিখানে জাগছে বালুচর;
   সেই চারেতে বাঁধবে ঘর, সাধ্য আছে কার?
          সকাল বিকাল আসে জোয়ার;
          ভাসিয়ে নেয়, চরের চারিধার।
   নদীর জলে করে খেলা, এলোমেলো বাও;
       দিন কেটে যায়, ভিড়ে না ঘাটে নাও।
       ঘন বরষায় নদীর জল করে টলমল;
   বুকের মধ্যিখানে নদী, সে নদীতে অথৈ জল।
           তারিখ: ১৫-০৪-২০২৩ ইং;