কাকতাড়ুয়াটা দাঁড়িয়ে সোনালী ধানের ক্ষেতে;
বড়ই বেমানান তারে দেখতে।
দেহের ছেঁড়া কাপড় উড়ছে বাতাসে।
পাখিরা ভয়ে যায় না তার আশেপাশে।
মাথায় বেঢপ একটা কালো পাতিল;
দেখলেই অবলীলায় বলা যায় এটা বাতিল।


বৃদ্ধের সাথে কাকতাড়ুয়ার কোন পার্থক্য নেই;
বড়ই নিঃসঙ্গ আর একা দু’জনেই।
শিশু-কিশোর ভেঢ়েনা বৃদ্ধের ধারে কাছে;
দেখা হলে মনে হয় পালিয়ে বাঁচে।
বেঢপ শরীর নিয়ে দাঁড়িয়ে আছে বৃদ্ধটা;
দূর থেকে দেখলে মনে হবে কাকতাড়ুয়া ওটা।
  তারিখ: ১৮-১১-২০২৩ ইং;