আকাশে উড়ছে লাল সবুজের পতাকা;
লাল রঙটা তার শহীদের রক্তে আঁকা।
দেশটা মোদের গাঢ় সবুজের সমাহার;
প্রভাত রবির কণ্ঠে আনন্দ ভৈরবী তার।


আমাদের স্বাধীনতা ছিল না দয়ার দান;
উৎসর্গ করতে হয়েছিল ত্রিশ লক্ষ প্রাণ।
নয় মাস ব্যাপী রক্তক্ষয়ী সংগ্রামের পর;
বিজয়ের আনন্দে দেশ হয়েছিল বিভোর।


বিজয়ের বায়ান্নটি বছর হয়ে গেল পার;
এখনো হয়নি দূর সকল ঘরের আঁধার।
বহুদূরে দাঁড়িয়ে অর্থনৈতিক স্বাধীনতা;
মৌলিক মানবাধিকার এখনও বাতুলতা।


গত বায়ান্ন বছরে হয়েছে অনেক অর্জন;
এখনো দূরে আর্থিক মুক্তির মাহেন্দ্রক্ষণ।  
পাকিদের চেয়ে উঁচুতে মোদের অবস্থান;
তবু অর্জনে বাকী বহু আন্তর্জাতিক মান।


বিজয়ের শুভদিনে নিতে হবে অঙ্গীকার;
থাকবে না ঘুষ দুর্নীতি অন্যায় অবিচার।
মানুষে মানুষে ভেদাভেদ থাকবেনা আর;
ধনী-দরিদ্র নর-নারী পাবে সম অধিকার।


অত্যাচারীর কাল হাত ভেঙে দেব এবার;
দেশের সম্পদ দেবো না করতে পাচার।
আমাদের এ দেশটা হবে শান্তির আবাস;  
প্রতি ঘরে পৌঁছে দেবো বিজয়ের সুবাস।
তারিখ: ১৪-১২-২০২৩ ইং;