.
           সত্‍মা, কে রেখেছিল নাম তার;
     এর চেয়ে অসত্‍, পৃথিবীতে কে আছে আর।
                কলঙ্ক সে, মা নামের;
         ইবলিশের বড় বোন, আত্মীয় যমের।
         তার কর্মে খোদার আরশ কেঁপে উঠে;
     হাবিয়া দোজখ শিহরিত হয়ে দুরে যায় ছুটে।
             নহে সে মানুষ, নহে নারী;
     সন্তানকে বিতাড়িত করে, নিজে থাকে বাড়ি।


          আঁড়ি তার সাথে, জনমের আঁড়ি;
   কত সন্তানকে করছে হত্যা, মা নামের এ নারী।
           সন্তানকে দিয়েছে স্লো পয়জন;
     ধীরে ধীরে নিয়েছে কেঁড়ে, সন্তানের জীবন।
              সন্তানেরে রেখেছে অভুক্ত;
      নিজে খেয়েছে পোলাও মাংস, আর শুক্তো।
        সতীনের সন্তানকে দেয় শতছিন্ন বেশ;
   নিজ সন্তানকে দেয় রাজকীয় পোশাক বিশেষ।


          ধিক্কার জানাই তোমায় হে নারী;
   সংযত হও তুমি, বন্ধ কর তোমার বাড়াবাড়ি।
            জাগ্রত কর তোমার বিবেক;
      ভুলিও না, তুমি সৃষ্টির সেরা মানুষ এক।
            তোমার চরিত্র বিচার করে;
      বনের হিংস্র পশুও লজ্জায় যায় যে মরে।
         বলছি আবার, সংশোধন হও নারী;
  'মা' নামকে পরিয়ে দিওনা আর কলঙ্কের শাড়ি।
           তারিখঃ ০৩-০১-২০২৩ ইং