কলঙ্ক আমার নয়নের কালো কাজল;
কলঙ্ক বিনে হায় প্রেমে আসে না সুফল।
রাধা কৃষ্ণ প্রেম জগতে হয়েছে অমর;
কলঙ্কিনী রাধা কৃষ্ণ প্রেমে ছিল বিভোর।


লায়লা মজনু চণ্ডীদাস আর রজকিনী;
কলঙ্ক আছে বলে আমরা তাদের চিনি।
রোমিও জুলিয়েট আর শিরি ফারহাদ;
কলঙ্ক কখনো তাদের সামনে হয়নি বাঁধ।


কলঙ্ক আছে তাই তো চাঁদ এত সুন্দর;
কালো চুল বাড়ায় শোভা মাথার উপর।
সুন্দর মুখের শোভা বর্ধক তিল কালো;
কলঙ্ক কালো তাই তো লাগে এত ভালো।


প্রিয়ার মুখের একটি কৃষ্ণ তিলের ত্বরে;
কবি বোখারা সমরকন্দ দেবে হেলা ভরে।
কালো দাগ বিনে সাদা কাগজের কী মূল্য;
কালো কালির দাগে কাগজ হয় অমূল্য।


আঁধার কালো, কালো প্রিয়ার চোখের মনি;
সেই কালোতেই মোরা দুনিয়া মাঝে ধনী।
কলঙ্কের ভয়ে যে থাকে নিজ ঘরে বন্দী;
সে নন্দলাল অন্যায়ের সাথে করে সন্ধি।


জয় পরাজয় জীবনের অংশ দু'টি ভাই;
পরাজয়ে কলঙ্ক ঘরে বন্দী রবে তাই?
ভীরুরা মরার আগে মরে যায় বহুবার;
কলঙ্কে পায় না ভয় বীর মরে একবার।
        তারিখ: ০৫-০৭-২০২৩ ইং;