এক কালের প্রমত্তা নদী,
                 ধূসর স্মৃতি শুধু আজ;
নদীতে নেই পানির লেশ,
                নিয়েছে বিধবার সাজ।


নদীতে কৃষক করে চাষ,
                    নেই পানি নেই মাছ;
বিলুপ্ত  হয়ে গেছে আজ;
                       পাখিদের আবাস।


নেমেছে ভূগর্ভস্থ জলের স্তর,
              চারিদিকে চলে হাহাকার;
তিস্তা বাঁচাও মিছিল চলছে,
                 মমতা তবুও নির্বিকার।


তিস্তা নদীর দু'ধারে ছিল,
                  গাঢ় সবুজের সমাহার;
আজ দু'ধার ধূসর বরণ,
                  নেই কোনো প্রতিকার।


বন্ধ, বধুদের দল বেঁধে গোসল,
                জেলেরা ছেড়েছে জাল;
নৌকা চলে না আজ আর,
               তোলে না নৌকার পাল।


ভারত আইন লঙ্ঘন করে,
                       নদীতে দিলো বাঁধ;
প্রত্যাহার করে নিল পানি,
                   দেশের ভাঙলো কাঁধ।


তিস্তা পাড়ের এই হাহাকার
                    কে করবে প্রতিকার?
ভারতকে বাধ্য করবে কে?
                আছে কি শক্তি আমার?
       তারিখ: ২৯-০৪-২০২৩ ইং;