সুখের সময় গুলো অতি সংক্ষিপ্ত;
দ্রুত পার হয়ে যায়, না হতেই তৃপ্ত।
মনে হয় তা সুপার সনিক বিমান;
শব্দের চেয়ে দ্রুত গতিতে ধাবমান।
প্রিয়ার সান্নিধ্যে যখন সুখের বাস;
সময় দ্রুত যায় মিটেনা মন আশ।
চলে যদি তার সাথে মান অভিমান;
প্রতিটা রাত তখন বছর সমান।


জীবন যখন দুঃখে হয় ভারাক্রান্ত;
মনটা তখন একেবারেই অশান্ত।
দিবস রজনী তমশায় ঢেকে যায়;
হৃদয়ের মাঝে বয়ে চলে হায় হায়।


দুঃখের রজনীর হয় না অবসান;
সুখের সময় গুলো দ্রুত ধাবমান।
    তারিখ: ৩০-০৫-২০২৩ ইং;