ধরণীর মাঝে, মানুষের সেরা বন্ধু, গাছ;
না থাকলে গাছ, অসম্ভব মানুষের বাস।
আমাদের খাদ্য শস্য তাতো গাছের দান
গাছ থেকে মোরা পেয়ে থাকি গম ও ধান।


নহে শুধু শস্য দানা; শাকসবজি, ফলমুল;
সব কিছুই বৃক্ষের অবদান, নহে তাহা ভুল।
হাঁস-মুরগি, গরু-ছাগল, যোগান দেয় প্রটিন;
তারাও বৃক্ষ থেকেই, খাদ্য পায় প্রতিদিন।


গ্রীষ্মের সুকঠিন তাপদাহে, শরীর ওষ্ঠাগত;
মনপ্রাণ সুশীতল করে তরু ছায়া, শতত।
অন্ন, বস্ত্র, বাসস্থান- এসবেই বৃক্ষেরই দান;
খোদার সৃষ্টির মাঝে বৃক্ষই সব চেয়ে আপন।


অক্সিজেন ছাড়া নাহি বাঁচে মানুষের জীবন;
এটা দেয় গাছ, নিয়ে নেয় মানুষের কার্বন।
এভাবেই বায়ু দুষণ থেকে রক্ষা পায় দেশ;
মনুষ্য বাসের যোগ্য হয়, আমাদের পরিবেশ।


আসবাবপত্র, জ্বালানী, বৃক্ষ থেকেই আসে;
গাছ আছে বলেইতো, পাখিরা দুনিয়ায় বাঁচে।
সাধের পৃথিবী হবে মরুভূমি, না থাকলে তরূ;
চিকিৎসার ঔষধ পথ্য, সেও গাছের দান গুরু।


পৃথিবী কি এত সুন্দর হত, না থাকলে গাছ?
বৃক্ষ আছে বলেই, ফুল চারদিকে ছড়ায় সুবাস।
নতুন করে লাগাতে হবে গাছ, নিতে হবে যত্ন;
মনে রাখতে হবে, প্রতিটা গাছ এক একটি রত্ন।
            তারিখঃ ০৩-১০-২০২২ ইং