শান্ত সমুদ্রে বাতাসের ছোঁয়ায় উঠে ঢেউ;
সবার তা চেনা খবর রাখে যে কেউ।
সমুদ্রের মাঝে সৃষ্ট নিম্নচাপ জলোচ্ছ্বাস ঝড়;
অগ্রিম খবর দেয় আবহাওয়া দপ্তর।
আইলা সিডরের আগমনের খবর;
দু'দিন আগেই জানত উপকূলের সব ঘর।
অতল আটলান্টিকেরও আছে তল;
যদিও আট কিলোমিটার এর অধিক জল।


মানুষের মনেও আছে একটা অথৈ সাগর;
পাবেনা তার কোন অগ্রিম খবর।
এই দেখছ শান্ত সমুদ্র;
একটু পরেই হয়েছে সেটা অসীম রুদ্র।
এ সমুদ্রে সৃষ্ট ঝড়;
ভেঙে করে সব চুরমার কেউ রাখেনা খবর;
গভীর এ সমুদ্রের খুঁজে পাবে না তল;
লক্ষ বছরের সাধনা করে হতে হবে বিফল।
তারিখ; ২০-০৮-২০২৩ ইং;