বছর ঘুরে আবার এলো খুশির ঈদ;
খুশিতে আত্মহারা, চোখে নেই নীদ।
গ্রাম গুলো এখন খুশিতে মুখরিত;
সবার দরজা, সবার জন্য অবারিত।


যে মাটিতে জন্ম, শৈশবের স্মৃতি মাখা;
যে মাটিকে ঘিরে হাজারো ছবি আঁকা।
ব্যস্ততার ভিড়ে চোখ মেলে হয়নি দেখা,
বহু কাল; স্মৃতি পটে আছে তা' লেখা।


জন্মভূমির পানে ছুটেছে নাড়ির টানে;
পথের অক্লান্ত কষ্ট, মন বাধা না মানে।
কেউ বাসে, কেউবা ট্রেনে, কেউ লঞ্চে;
যথাসময়ে পৌঁছাতে হবে, নিজের মঞ্চে।


বৈশাখের প্রচন্ড তাপাদাহ নিয়ে মাথায়,
চলছে; প্রিয়জন অপেক্ষা করছে যেথায়।
পথ চলার কষ্ট ভুলে গেছে, আজ তারা;
প্রিয়জনকে পাবার আনন্দে আত্মহারা।


স্নেহময়ী মা তাকিয়ে আছে পথের পানে;
কখন পৌঁছাবে সন্তান তার এই খানে।
কারো পিতা-মাতা শুয়ে মাটির ঘরে;
কবর ছুঁয়ে করবে দোয়া, তাদের তরে।


প্রিয় তমা স্ত্রীর মন, আজ বড় উচাটন;
বহুদিন পর ঘরে ফিরবে আজ প্রিয়জন।
সন্তানের উদ্বেলিত মন, পিতার আগমন;
পাবে ঈদের কাপড়, উপহার উপঢৌকন।


ছেলেবেলার বন্ধুদের সাথে হবে দেখা;
কত কথা কত ছবি হৃদয়ে আছে আঁকা।
দেখা হবে সব আত্মীয় স্বজনের সাথে;
ফুরাবে না কথা, সারাদিন সারারাতে।


পিঠাপুলি, মিষ্টান্ন, কোরমা-পোলাও;
খুশিতে মশগুল, সবার বাড়িতে খাও।
আনন্দ দোলা দিবে, সবার মনে প্রাণে;
ঈদের খুশি বিলাবে, আনন্দ হাসি গানে।


শত্রু মিত্র ভেদাভেদের হবে অবসান;
ঈদ মোবারক! ধ্বনিতে ভরবে প্রাণ।
     তারিখ: ২১-০৪-২০২৩ ইং;


ঈদ মোবারক!
ঈদ সবার জীবন আনন্দ গানে ভরে তুলুক।
সবার প্রতি ঈদের অনেক অনেক শুভেচ্ছা।
ঈদ মোবারক।