নিজ হস্তে সাজানো সবকিছু ফেলে;
       অভিমান করে তুমি চলে গেলে।
        মনে কি পড়ে সেদিনের কথা;
     ঠুনকো রসিকতায় পেয়েছিলে ব্যথা।
      তারপর কতকাল হয়ে গেল পার;
    তবুও মিলল না দেখা মোর প্রিয়তমার।  


      যৌবনের প্রারম্ভের সেই ছোট্ট ভুল;
       এখনো আমি দিচ্ছি তার মাশুল।
         এটা জীবনের পড়ন্ত বিকাল;
    জোড়া কি লাগবে মোর ভাঙ্গা কপাল।
       কত বিনিদ্র রজনী করেছি পার
     হলো না অবসান আমার প্রতীক্ষার।


    ওগো মোর সুহাসিনী হৃদয়ের রানী;
      আর কত ঝড়াবে চোখের পানি?
        মান ভেঙ্গে এস শূন্য ঘরে;
    তোমা বিনে অযত্নে আছে সব পরে।
     ভালবাসতে যদি না পারো আমায়;
  তবুও এসো একবার জানাতে শেষ বিদায়।
         তারিখ: ০৬-০৯-২০২৩ ইং;