প্রতীক্ষা! বড় বেশী কষ্টের;
                    প্রতীক্ষা! বড় বেশী বেদনার।
প্রতীক্ষা! বড় বেশী দুশ্চিন্তার;
                    প্রতীক্ষা! বড় বেশী আনন্দের।


ট্রেনের জন্য স্টেশনে অপেক্ষা;
                      বিমানের জন্য বিমান বন্দর।
ক্ষুধা নিয়ে অপেক্ষা খাবারের;
                       বড় বেশী কষ্টে ভরে অন্তর।

সন্তানের রোগ মুক্তির আশায়,
                 হাসপাতালে বিনিদ্র রজনী পার;
কার পথ পানে চেয়ে থাকার
                    প্রতীক্ষা! বড় বেশী দুশ্চিন্তার।


চাকুরীর প্রথম বেতনের প্রতীক্ষা,
                    স্বামী আসবে বলে নববধূটির
বাসরঘরে কম্পিত হৃদয়ে প্রতীক্ষা;
                      সত্যিই, বড় বেশী আনন্দের।


এস এস সি-পরীক্ষার ফল, আর
                     প্রথম সন্তানের আগমন তরে
সাগ্রহে দুরো দুরো মনে প্রতীক্ষা।
                       উদ্বেলিত মন আনন্দে ভরে।
  
রোগাক্রান্ত শীর্ণ দেহ, ঝাপসা চোখ,
               আর স্মৃতিকাতর মনে প্রহর গোণা; কবে হবে দেখা, আজরাইল সনে?
                   বড় বেশী কষ্ট; বড় বেশী বেদনা।
                   ১২.০৮.২২ ইং;