আকাশ ফুঁড়ে উঠছে সব দালান;
ডাকছে উন্নয়নের বান।
কারো কারো পকেট মস্ত ভারী;
বইতে লাগে মার্সিডিস গাড়ি।  
পত্রিকা ওয়ালারা করছে বাড়াবাড়ি;
হাটে ভাঙছে মিষ্টির হাড়ি।
গাড়ির জ্যামে রাস্তা বন্ধ;
সুখের ঠেলায় মাথায় টাক কী আনন্দ ।


সর্দিতে নাকটা আমার পুরাই বন্ধ;
তবু পাই ষড়যন্ত্রের গন্ধ।
মিলেমিশে থাকবো সবাই;
দেশের যা আছে তা ভাগ করে খাই।
দিতে যদি চায় কেউ বাঁধা;
বন্ধ করে ঘরে মুখে দাও তার কাদা।
বোঝেনা বোঝেনা গাধা;
পিছনে সর্বদা আছে মোর বড় দাদা।
তারিখ:১১-১২-২০২৩ ইং;