প্রাগৈতিহাসিক কালে শুরু শক্তির খেলা;
এখনো চলছে তা সারা বেলা।
শক্তি যার বেশি সেই ছিল দেবতা;
বেদবাক্য জ্ঞানে পুজিত হত তারই কথা।
সেই ছিল দন্ডমুন্ডের কর্তা;
তার কাছেই বিক্রিত হতো সর্বসত্ত্বা।
সবাই করত কুর্নিশ নেই ন্যায়-অন্যায়;
তার কথায় শেষ কথা নহে ব্যত্যয়।
নত করতে হবে তোমার উঁচু শির;
নইলে মস্তক করবে ছিন্ন শক্তিধর বীর।


কালের পরিক্রমায় বহু যুগ হয়েছে গত;
ইতিহাসের চাকা ঘুরছে অবিরত।
বইছে তথাকথিত সভ্যতার সুবাতাস;
কথার ফুলঝুরি আর আশ্বাস।
হয়েছে কি সত্যি কারের পরিবর্তন?
খুঁজে পাই না তথাকথিত সভ্যতার অর্জন।
সর্বত্র চলছে পেশী শক্তির দাপট;
শক্তির জোড়ে হচ্ছে দখল রাজ্যপট।
চৌদিকে বিশ্ব মোড়লদের হুংকার;
হুকুম না মানলে দেশটারে করবে ছারখার।


বিশ্ব মোড়ল আমেরিকার এক চোখা নীতি;
গণতন্ত্রের নামে দেখাচ্ছে ভীতি।
নিজেকে প্রচার করে  মানবতার ধ্বজাধারী;
সমর্থন করছে ইসরাইলের বাড়াবাড়ি।
তারাই তো  সবচেয়ে বড় শত্রু মানবতার;
তবুও উন্মুক্ত ইসরাইলের দ্বার।
অর্থবিত্ত আর এটম বোমার অধিকারী;
মানতে বাধ্য সবাই আমেরিকার  খবরদারি।
শক্তিই শেষ কথা নেই নীতি ভালোবাসা;
ন্যায়-অন্যায় সভ্যতা-মানবতা এ যুগে দূরাশা।  


রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে চালাচ্ছেন আগ্রাসন;
চীন উইঘুরদের বিরুদ্ধে চালাচ্ছে দুঃশাসন।
মিয়ানমার রোহিঙ্গাদের করছে হত্যা;
তারপরও সজাগ হচ্ছে না বিশ্ব আত্মা।  
শহরে বন্দরে গ্রামে গঞ্জে চলছে একই কারবার;
সবখানে চলছে ক্ষমতা হীনদের হাহাকার।
দুর্বলের ধন মান জান আব্রু পদপিষ্ট;
নিজ দেশে দুর্বলরা হয়েছে উচ্ছিষ্ট।
বিচারের বাণী নিভৃতে কাঁদে বাঁচেনা মাথাটা
লক্ষ বছর পরে এখনও বীর ভোগ্যা এ দুনিয়াটা।
তারিখ:২৬-১০-২০২৩ ইং;