ভবের নাট্যশালায় মোরা সবাই অভিনেতা;
অভিনয় করছি মুখে হাসি বুকে নিয়ে ব্যথা।
নানান চরিত্রে অভিনয় করছি সারা বেলা;
কখনো রাজা কখনো প্রজা কখনো চ্যালা।


এভাবেই জন্ম থেকেই চলে সবার অভিনয়;
অভিনয়ে অভিনয়ে চলে যাবার সময় হয়।
যারা অভিনয় করে পেয়ে যায় সফলতা;
তাদের জীবন কানায় কানায় পায় পূর্ণতা।


ভবের নাট্যমঞ্চে ব্যর্থতার নেইকো সুযোগ;
ব্যর্থতার ক্ষমা নেই নেমে আসবে দুর্যোগ।
ব্যর্থ জীবনে শুধুই হতাশা আর হাহাকার;
আত্মীয় বন্ধু কেউ নেবে না তার দায়ভার।


এ নাটকের তুমি হলে একমাত্র নাট্যকার;
ভাঙ্গা গড়া সব তোমারই একক কারবার।
স্ক্রিপ্ট লেখায় যদি হয়ে থাকে কোন ভুল;
তোমাকেই দিতে হবে তার জন্য মাশুল।


তুমি পরিচালক তুমিই একক অভিনেতা;
তবে দর্শকের কোনই অভাব নেই সেথা।
সার্থক অভিনয়ে সবাই দিবে হাততালি;
ব্যর্থতায় দুঃখ আসবে সবাই দিবে গালি।
         তারিখ: ৩০-০৫-২০২৩ ইং;