হিংসা বিদ্বেষ নিয়ে আসে বিচ্ছেদ;
মানুষে মানুষে সৃষ্টি করে বিভেদ।
বিনষ্ট করে দেয় আত্মীয়তার বন্ধন;
হাসির বদলে বয়ে দেয় শুধু ক্রন্দন।  


স্বার্থপরতায় মানুষ হয়ে যায় উন্মাদ;
ভাবে না ন্যায় অন্যায় অগ্রপাশ্চাত।
মানুষ ভুলে যায় তার বিবেক বোধ;
ব্যর্থ হয় রিপুকে করতে প্রতিরোধ।


পরশ্রীকাতরতা হিংসা বাড়িয়ে তুলে;
অসংযত মানুষ মানবতা যায় ভুলে।
মানুষের ক্ষতি সাধনে বাঁধে না মন;
বিবেক বুদ্ধি সততা সব দেয় বিসর্জন।


পরকে ভালবেসে করতে হবে আপন;
তবেই বলবে লোকে সত্যিকার সুজন।
ত্রিভুবনে পাবেনা এমন বন্ধুর জুড়ী;
সুখ-শান্তিতে পৃথিবীটা হবে স্বপ্নপুরী।
তারিখ: ০৬-১২-২৩ ইং;