দুনিয়ায় সকলে হয় সাফল্যের ভাগীদার;
কেহই চাহে না লইতে ব্যর্থতার ভার।
সাফল্য যখন দেয় ধরা কারও লালাটে;
সবাই ছিল সাথে ঢেঁড়া পিটায় মাঠে ঘাটে।
মধু লোভে মৌমাছিরা যেভাবে ছোটে;
সাফল্যের ভাগীদার হতে সেভাবে জোটে।

নিষ্ঠুর ইতিহাস কথা বলে বিজয়ীর পক্ষে;
বোঝেনা কত জ্বালা পরাজিতের বক্ষে!
অতি আপন জনও ত্যাগ করে সঙ্গ;
পরাজিতের সঙ্গে সকল চুক্তি করে ভঙ্গ।
পরাজিত হয়ে পড়ে সম্পূর্ণ একা;
হাজার খুঁজলেও পায় না কারো দেখা।  
  
সম্পূর্ণ বীর ভোগ্যা আমাদের বসুন্ধরা;
ধরিত্রির সবকিছুই তাদের জন্য গড়া।
মাথা উঁচু করে চলে বীর;
তাদের জন্য সদা রান্না হয়ে থাকে ক্ষীর।
ব্যর্থতার গ্লানি স্তরে স্তরে হয় জমা;
নিষ্ঠুর বসুন্ধরা ব্যর্থতার নেই কোন ক্ষমা।
তারিখ: ২৪-০৬-২০২৫ ইং;