ট্রাফিক মোড়ে দাঁড়িয়ে হাত পেতে ভিক্ষা চায়;
    করুণ নেত্রে দাঁড়ায় মসজিদের দরজায়।
        মন্দির গির্জার সামনেও পাবে;
        জানিনা এটা কার অভিশাপে।
  সন্দেহ নেই লজ্জাজনক পেশা ভিক্ষাবৃত্তি;
তবু কেন তারা এ পেশা থেকে হয় না নিবৃত্তি?

বেঁচে থাকাটা মানুষের মৌলিক অধিকার;
নিশ্চিত করবে তা সমাজ রাষ্ট্র সরকার।
          ওদের দরকার কাজ;
           নিশ্চুপ কেন সমাজ?
  বৃদ্ধ বয়সে সবাই খোঁজে শান্তির আশ্রয়;
তাদের জীবনে নেই শান্তি কেন এ পরাজয়?

অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা অধিকার;
কেন হবে না ব্যবস্থা কেন নিশ্চুপ সরকার?
        এটা কলঙ্ক জাতির জন্য;
       মানুষ হতে পারে না নগণ্য।
সৃষ্টির সেরা জীব মানুষ মানবীয় গুণে অনন্য;
কেন তবে নির্ভরশীল অন্যের করুণার জন্য?

অমর্যাদার পেশা ভিক্ষাবৃত্তির চাই অবসান;
  প্রাণচাঞ্চল্যে ভরে উঠুক মানুষের প্রাণ।
        মানুষ হোক মানুষের জন্য;
       জাতি হিসাবে হতে চাই ধন্য।
ভিক্ষুক শুমারি করে করতে হবে পুনর্বাসন;
ওরাও মানুষ চাই তাদের সম্মানের আসন।
         তারিখ: ২৬-০৪-২০২৪ ইং;