ফাগুন হাওয়া মনে ছড়িয়ে দিল আগুন;
উতলা করে মন, ভ্রমরের মধুর গুনগুন।


মন উচাটান, মহুয়ার মদির করা গন্ধে;
নদীর কুলু কুলু ধ্বনি, মন ভরে আনন্দে।


কোকিলের সুমধুর কন্ঠে কুহু কুহু তান;
উতলা মনে সঞ্চারিত হয় প্রেমের গান।


জানালা গলিয়ে পূর্ণিমার জোসনা ঘরে;
এক্ষণে বারবার তোমার কথা মনে পড়ে।


তুমি বিনা আজ কিছুতে কাটে না সময়;
কাছে এসে ধরো হাত, করো মোরে জয়।
        তারিখ: ১৬-০৩-২০২৩ ইং;