দু’জনের ভালোবাসা মনে জাগায় আশা;
গড়তে চায় স্বপ্ন সুখের বাসা।
সুখ সাগরে ভাসছে নৌকা খানা;
উজান দেশে সেই নৌকার  ঠিকানা।
নেই ইঞ্জিন মাঝি মাল্লা চলছে উজান দেশে;
আপন গতিতে প্রেমের নৌকা যাচ্ছে ভেসে।
গড়বে দু’জনে সুখের তাজমহল;
জীবনটা হবে তদের ধ্রুব তারার মত উজ্জ্বল।


সেই সুখের তরীতে তোলো যদি নতুন যাত্রী;
অচিরেই আসবে ঘনিয়ে নিকষ কালো রাত্রি।
শান্ত সাগরে উঠবে টর্নেডো বৈশাখী ঝড়;
আছড়ে পড়বে ঢেউ নৌকার ওপর।
নিমিষেই ভেঙ্গে যাবে সুখের স্বপন;
হবে পর যে ছিল আপনার চেয়ে আপন।
সুদূর যেতে হলে ঠিক করো করনীয়;
দু’জনার সম্পর্ক মাঝে তৃতীয় ব্যক্তি বর্জনীয়।
তারিখ: ১৯-০৩-২০২৪ ইং;