সন্তানের বয়স তিন ভর্তি করতে হবে স্কুলে;
পিতা-মাতা নাওয়া খাওয়া গেছে ভুলে।
কোচিং প্রাইভেট টিউটর;
কচি মস্তিষ্কে দলে দলে করছে ভর।
সকল বিষয়ে পেতে হবে একশ' নম্বর;
আমার সন্তানকে থাকবে হবে সবার উপর।


এখন থেকে যথাযথ ভাবে গড়তে হবে ভিত্তি;
তা না হলে হবে না সিদ্ধি।
মোদের ছেলে হবে ডাক্তার ইঞ্জিনিয়ার;
সকল ক্লাসেই হবে টপার।
ভর্তি নিয়ে সে কি এলাহী কারবার;
কাঙ্ক্ষিত স্কুলে না হলে ভর্তি জীবন ছারখার।


সন্তান যেন মানুষ নয় একটা জীবন্ত রোবট;
পিতা মাতার কান্ড এমনি উদ্ভট।
কেমনে হবে প্রসার সুকুমার বৃত্তি;
শিশু যদি গড়তে না পারে নিজের মত ভিত্তি।
হারিয়ে যাচ্ছে শিশুসুলভ অভিব্যক্তি;
পরিণতি আজ মানুষে মানুষে এত বিভক্তি।


ঘুম থেকে এখনই জাগিয়ে তোল শিশুটারে;
নইলে পিছিয়া পড়বে এবারে।
ব্লেন্ডারে তৈরি করো বিদ্যার জুস;
ফিডার দিয়া খাওয়াইয়া দাও ফিরবে হুশ।
এত কিছুর পরও সন্তানের ওপর ক্ষুব্ধ;
সর্বত্রই চলছে এখন ভর্তির তৃতীয় বিশ্বযুদ্ধ।  
তারিখ: ১০-১১-২০২৩ ইং;