মানুষের মন আর আষাঢ়ের আকাশ;
দু’টোর কোনটাতেই নেই বিশ্বাস।
এই রোদ এই বৃষ্টি;
আহা! আষাঢ়ের একি অনাসৃষ্টি।
সূর্যের সোনালী আলো করে ঝলমল;
মুহূর্তে কাল মেঘ ঢেকে দেয় ঝরে জল।


মানুষের মনও জটিল খুঁজে পাবেনা তল;
ক্ষণে ক্ষণে হয়ে যায় বদল।
খুশিতে ডগমগ দু’টি চোখ মায়া ভরা;
মুহূর্ত পরে দেখা দেয় জ্বরা।
উঠে কালবৈশাখী করে লন্ডভন্ড;
ব্যথায় ভরে যায় মন হারিয়ে ফেলে ছন্দ।

প্রেমে গদগদ মন অদর্শনে বাঁচেনা অন্যজন;
সামান্য কথায় কাচের মত ভেঙে যায় মন।
একজন চায়না অন্য জনের দরশন;
মনে মনে সৃষ্টি হয় ধনুক ভাঙ্গা পণ।
নারী মন সেতো সহস্রাব্দের সাধনার ধন;
সে খবর পায় না কেউ যতই হোক আপনজন।


মানুষের জটিল মন বদলে যায় ক্ষণে ক্ষণে;
কৈশোরের ভাবনা বদলে যায় যৌবনে।
মাঝে মাঝে অকারনেও বদলে যায় মন;
মনো মাঝে তৈরি হয় নতুন স্বপন।  
বার্ধক্যে চিন্তা চেতনায় আসে পরিবর্তন;
এভাবে সকাল বিকেল সতত বদলায় এ মন।
তারিখ:০১-০১-২০২৪ ইং;