দিনে দুবার সাগর ওঠে ফুঁসে;
                চাঁদের দুর্নিবার আকর্ষণে।
ফুলে ওঠা জল আবার নামে;
                দুর্বার ভাটার কঠিন টানে।


জোয়ারে ভেসে যায় দুকুল।
                 মাছেরা আনন্দে হুলস্থুল।
আবার ফিরে আসে নিজ ঘরে;
              নেমে যায় জোয়ারের জল।


মানব জীবন নহে সমান্তরাল;
              আছে জোয়ার ভাটার টান;
জোয়ারে খুশিতে ভাসে মন;
            মনের গাঙ্গে বহে খুশির বান।


জীবনে যবে আসে ভাটার টান;
               দুঃখে ভাসিয়ে নেয় জীবন;
চারিদিকে আঁধার কালো মেঘ;
                অস্থির উতালা মানব মন।


এটাই সত্যিকারের মানবজীবন;
                দুঃসময়ে হয়ো না অস্থির;
ধৈর্য ধর আর করে যাও চেষ্টা;
               আসবে সুদিন হবে সুস্থির।
        তারিখ: ০২-০৯-২০২৩ ইং;