আর কতকাল রাখবে আমায় দুরে;
এবারে বাঁধ সখী মোরে হৃদয়ের সুরে।  
আর কতকাল রাখবে আমায় দুরে;
এবারে বাঁধ সখী মোরে হৃদয়ের সুরে।  


ওগো সুন্দরী তিলোত্তমা করিও ক্ষমা;
তোমার লাগিয়া প্রেম রেখেছি জমা।
আমা হতে থাক তুমি বহু দুরে;
তবু তোমারই কথা মনে পড়ে নিরালা দুপুরে।
আর কতকাল রাখবে আমায় দুরে;
এবারে বাঁধ সখী মোরে হৃদয়ের সুরে।


শত জনমের সাধনা তবু কেন আনমনা;
চিনে নাও সখি এবার আপনা।
শুকিয়ে যাবে যতনে গাঁথা ফুলোমালা;
এবারে মধুময় হোক মিলনের পালা।
এসো কাছে অভিমানী ওরে;
আর কতকাল রাখবে আমায় দুরে;
এবারে বাঁধ সখী মোরে হৃদয়ের সুরে।


ওগো মোর সজনী,
তোমারই কথা ভাবি দিবস রজনী।
স্বপনে গড়েছি শতক বাসর;
এবার আলোয় ভরিয়ে দাও বধু মোর সে ঘর।
হৃদয় আজি উথলি উঠেছে মিলনের সুরে।
আর কতকাল রাখবে আমায় দুরে;
এবারে বাঁধ সখী মোরে হৃদয়ের সুরে।


আর কতকাল রাখবে আমায় দুরে;
এবারে বাঁধ সখী মোরে হৃদয়ের সুরে।
তারিখ: ০২-১১-২০২৩ ইং;