ছাগলের গর্দান আমি ভাঙতে চাই;
বলছেন ব্যাঘ্র মশাই।
পানি ঘোলার জন্য দায়ী এ ছাগল;
তাই নিয়ে চলছে যত গণ্ডগোল।  
ভাটিতে আমার অবস্থান;
ছাগল নত মস্তকে দিল বয়ান।  
ঘোলা করা যায়না উজানের জল;
আমাকে খেতে মশাই করছেন ছল।


নতুন কিচ্ছা শোনায় ব্যাঘ্র মশাই;
ছাগলটা বকা দিত সদাই।
কবেকার ঘটনা ছাগল জানতে চায়;
বছর আগের কথা ব্যাঘ্র জানায়।
বছর আগে তো আমার জন্ম নয়;
শুনে ব্যাঘ্র নতুন কথা কয়।
তোর চৌদ্দগোষ্ঠী দিয়েছে আমায় গালি;
রক্ত মাংস খাব তোর করব ফাঁপালি।


দুষ্ট লোকের অজুহাতের নেই অভাব;
মানুষের ক্ষতি করাই তাদের স্বভাব।
নিজ স্বার্থে নানা ফন্দি আটে  
জাল ফেলে রাখে তারা ঘাটে ঘাটে।
একজাল থেকে যদিবা মুক্তি মিলে;
অন্য জাল তখনই তোমায় খাবে গিলে।
থলিতে বহু অজুহাত থাকে জমা;
ধ্বংস না করা পর্যন্ত চলবে তার কারিশমা।
তারিখ: ১২-১২-২০২৩ ইং;


কবিতাটি ছোটবেলায় শেখা একটি গল্পের  ছায়া অবলম্বনে লেখা। নাম না জানা সেই লেখকের প্রতি আমি কৃতজ্ঞ।