.              আগুনে পুড়ে গেল বঙ্গবাজার;
                দোকান ছিল পাঁচ হাজার।
          সর্বস্ব হারিয়ে দোকানীদের মাথায় হাত।
             দিবসেই এখন তাদের মধ্য রাত।
           শুনেছি হাজার কোটি ক্ষতির পরিমাণ;
               সৌভাগ্যক্রমে বেঁচে গেছে জান।
              দিনের বেলায় যদি ঘটত এ ঘটনা;
                কঠিন হয়ে পড়তো লাশ গণনা।


             ঝুঁকিপূর্ণ এ মার্কেটে চলছে কারবার;
               যদিও নোটিশ দেয়া হয় বারবার।
                 তাতে কেউ করেনি কর্ণপাত;
               অবশেষে সত্যিই হল কুপোকাত।
               কাল ছিল ঈদের মুখরিত বাজার;
                          আজ শুধুই হাহাকার।
                রাজা থেকে মুহূর্তে পথের ভিখারী;
               আনন্দ নেই শুধুই চলছে আহাজারি।


                  আমরা কি শুধুই নীরব দর্শক;
               জন্ম কি আমাদের শুধু করতে শোক?
                   শোকের মাতাম চাইনা আর;
                 এসেছে সময় পদক্ষেপে নেবার।
             পুরান ঢাকার আশি ভাগ স্থাপনা বেহাল;
                ব্যবস্থা জরুরি, নতুবা হবে বেসামাল।
               লালনের এ বাণী সরকারের নহে অজানা;
                       'সময় গেলে সাধন হবে না'।
                       তারিখ: ০৫-০৪-২০২৩ ইং;