.            সময় এক ক্ষ্যাপা দুর্বাসা!
        চলে গেলে, থাকে না ফেরার আশা।
      একবার যদি কারো ফেল সময়ের গাড়ি;
          পৌঁছতে পারবে না কাঙ্খিত বাড়ি।
        জীবনের হিসাবে হবে মহা গোলমাল;
               পুড়ে যেতে পারে কপাল।
          দিবসে ঘনিয়ে আসবে ঘন তমসা;
         হারিয়ে যাবে মনে জমানো সব আশা।


         সময়ের কাজ সময়ই করতে হবে শেষ;
                  নইলে বিপদ অশেষ।
        শৈশবে করতে হবে স্বরস্বতীর আরাধনা;
                যৌবনে লক্ষ্মীর বন্দনা।
        সময়মতো সন্তানের সুশিক্ষা দিতে হবে;
        বৃদ্ধ কালে দুর্গতি থেকে রক্ষা পাবে তবে।
                  আরাধনায় যদি কর ভুল;
            পরিনামে দিতে হবে চরম মাশুল।


        সময়ের এক ফোর অসময়ের দশ সমান;
        সময় মতো কন্ঠ না সাধলে হবে না গান।
                'সময় গেলে সাধন হবে না';
           লালনের গান আমাদের সবার জানা।
        আলস্য পরিহার করে গড়ে তোল জীবন;
                 নিয়মিত কর সময়ের সাধন।
             তবেই সাফল্য ধরা দিবে তব করে;
           জীবনটা নিতে পারবে নিজের মত গড়ে।
                   তারিখ: ১২-০৩-২০২৩ ইং;