.
   নিলাঞ্জনা, সেদিনের কথা স্মরণে আছে নিশ্চয়;
          যেদিন এসএসসি-র রেজাল্ট হয়।
          স্টান্ড করে জড়িয়ে ধরলে আমায়;
     লিপস্টিকের দাগ লেগেছিল আমার জামায়।
     তৃতীয় বিভাগ পেয়েও, করিলাম আমি স্টান্ড;
           হৃদয়ে উঠিল বাজিয়া খুশির ব্যান্ড।
     দাগটি শার্টে ম্লান হলেও, এখনও তাজা মনে;
   সে শার্টটা আজও আছে, আমার বাক্সে স্বযতনে।


    তারপর এইচএসসি-এর জন্য, জমালে পারি;
                ঢাকায় ভাইয়ের বাড়ি।
     বদলে গেল আমাদের স্মৃতিভরা জীবনখানা;
            তোমার ঠিকানা ছিলনা জানা।
        আমার ঠিকানা হলো গ্রামের কলেজ;
             হলো না পাশ, স্বল্প নলেজ।
             স্কুলে নিলাম পিয়নের চাকরি;
    সেটা দিয়েই কোনমতে চলছিল জীবন তরী।


    ঈদের ছুটিতে মাঝেমধ্যে তুমি আসতে বাড়ি;
               সাম্নে গেলে দিতে ঝাড়ি।
      বলতে, 'চেহারার একি হাল হয়েছে তোর'?
            বুঝিনি, ভালবাসা, নাকি আদর?
      আমি লুকিয়ে দেখতাম, আড়ালে দাঁড়িয়ে;
       অপরূপা লতানো দেহে, যেতেম হারিয়ে।
         হৃদয়ে উঠেছিল বেজে শ্যামের বাঁশি;
       তবু পারিনি কখনও বলিতে, ভালোবাসি।


   জীবনের অনেকটা সময়, একাই দিলাম পারি;
            এখন জীবনটা হয়েছে ভারী।
     দূরারোগ্য হৃদরোগ, হৃদয়ে বেঁধেছে বাসা;
         অপারেশন ভিন্ন বাঁচার নেই আশা।
     সবাই বলে, তুমি আমার অতি 'আপন জন';
         তোমার কাছেই যেতে হবে এখন।
     বোঝে না, ভালবাসা করুনা নিয়ে বাঁচেনা;
   তোমার সাথে সম্পর্কে নেই কোন, লেনাদেনা?


   হাজার স্মৃতির মাঝে, তুমি হৃদয়ে আঁকা ছবি;
          মোর মধ্য গগনে উজ্জল রবি।
    সুদূরের নীহারিকা, থাকে সদা সুদূর গগণে;
       জীবনে দেয়না ধরা, সদা থাকে মনে।
    লোভাতুর মন মানিতে চাহেনা, কোন মানা;
       হৃদয় আকাশে বারে বারে দেয় হানা।
   শেষ হয়ে এলো বেলা, এবার বিদায়ের পালা;
  শুধু একবার, তোমায় দেখে ইচ্ছে করছে, নীলা।
            তারিখঃ ২৭-১২-২০২২ ইং;