আমদের এই প্রাণের ঢাকা শহরে,
                      পরিবার নিয়ে, যারা করে বাস।
যানজটে তারা একেবারে বেহাল;
               জীবন তাদের আজ,  করে হাঁসফাঁস।


মিরপুর থেকে মতিঝিলের দূরত্ব,
                   সর্বসাকুল্যে, এগার কিলোমিটার।
কিন্তু যেতে আসতে লাগে সময়,
                          পাঁচ থেকে ছয় ঘন্টা, সবার।


যে নারী মিরপুর থেকে মতিঝিল,
                     অফিস করে থাকেন, প্রতিদিন।
তার পরিবারের কেমনে কাটে দিন,
                     মনের আয়না খুলে, বুঝে নিন।


সকাল সাতটায়, অফিসে দিয়ে রওনা,
                  ফিরতে হয় তাকে, রাত আটটায়।
সন্তান আর পরিবারের কি দশা হয়,
                       অতি সহজেই তা', বোঝা যায়।


ময়ের দুধের উপর, সন্তানের থাকে
                     দু'বছর, খোদা প্রদত্ত অধিকার।
এ নারীর সন্তানের, কি হবে উপায়?
                      কে দিবে তাকে, এর প্রতিকার।


মাতৃদুগ্ধ বিনে, সন্তান হয়না বুদ্ধিমান;
                         নিশ্চিত কর, মাতৃদুগ্ধ প্রদান।
তবেই আগামীতে পাবে, সুস্থ এক জাতি,
                          সন্তান হয়ে উঠবে, বুদ্ধিমান।


মূল্যবান বৈদেশিক মুদ্রা, করে খরচ,
                         মূল্যবান তেল, আমরা আনি।
যানজট লাগি অর্ধেকই, তার অপচয়,
                      এ তথ্যটা, আমরা সবাই জানি।


মানুষের জীবনে সময়, অতি মূল্যবান,
                        অর্ধেক যদি তার, হয় অপচয়;
কাঙ্খিত উন্নয়ন তাদের, কি করে হয়,
                     কেমনে আনবে, ছিনিয়ে বিজয়?


আমরা সত্যিই, বড় দূর্ভাগা জাতি,
                 প্রাতে অফিস পথেই, দু' ঘন্টা মাটি।
ত্যক্তবিরক্ত হয়ে, অফিসে পৌঁছাই,
          কাজে বসেনা মন, থাকেনা কোয়ালিটি ।

জাতীয় স্বার্থেই, আজ আমাদের,
                      খুঁজে বের করতে হবে সমাধান;
নিতে হবে দীর্ঘমেয়াদি কার্যকর ব্যবস্থা;
                     চিরতরে করতে হবে এর বিধান।


সরকারের  জন্য সহজতম যেটা,
                       সবার আগে, করতে হবে তাই।
রাস্তার বিশৃঙ্খলায় নহে আর আপোষ,
                     আইনের কঠোর, বাস্তবায়ন চাই।
                              তারিখঃ ২৬-০৯-২০২২ ইং