দুনিয়া জুড়ে পদে পদে রয়েছে ফাঁদ পাতা;
সাবধান না হলে আটকে যাবে মাথা।
চারদিক ঘুরছে শিকারির দল,
অসাবধান হলেই জীবন বিফল।
জঙ্গলে আছে বাঘ সিংহ হায়েনা সাপ,
যদি পড় তাদের পাল্লায় মিলবে না মাপ।


হিংস্র পশুর চেয়ে শতগুণ হিংস্র মানব দল;
তাদের আছে অস্ত্র আছে বল।
শিশু-কিশোর যুবা-বৃদ্ধ নর-নারী;
সবার চারদিক ফাঁদ নিয়ে ঘুরছে শিকারি।
সুযোগ পেলেই করবে আক্রমণ;
কেড়ে নেবে মান সম্মান নষ্ট হবে জীবন।


ফাঁদে পড়লে শিশু-কিশোর হয়ে যায় পাচার;
মাতা পিতা সন্তান মিলন হয়না আর।
নারীর জন্য আছে লোভনীয় সব ফাঁদ;
আটকা পড়লেই জীবন বরবাদ।
মান সম্মান ইজ্জত আব্রু বিসর্জন;
সর্বস্ব হারিয়ে যায় এতদিন যা ছিল অর্জন।    


অর্থবিত্তের লোভের হয়না কোন তুলনা;
তাইতো ফাঁদ পেতে করে ছলনা।
একবার যদি তাদের ফাঁদে পা দাও;
সর্বস্ব নিয়ে হবে তারা উধাও।
তখন থাকবে না কিছু শুধু হায় হায়;
নিঃস্ব হয়ে জগৎ থেকে নিতে হবে বিদায়।


ফাঁদ পাতা দুনিয়ায় মানুষ চেনা দায়;
অসাবধানে করতে হবে হায় হায়।  
প্রতি পদক্ষেপ ফেলতে হবে হিসাব করে;
শিকারি থেকে থাকতে হবে দূরে।
তবেই তাড়াতে পারবে অন্ধকার;
সাফল্য এসে দেবে ধরা দুয়ারে তোমার।
তারিখ: ১২-০৩-২০২৪ ইং;