মানুষ খুন হলে, বিচার করে আদালত;
খুনের শাস্তি ফাঁসি, নেই কোনো দ্বিমত।


প্রতিদিন হচ্ছে খুন লাখো গোলাপ;
কেউই করছে না তাদের একটু মাপ।


মনের হাজার ইচ্ছা খুন হয় প্রতিদিন;
নেই বিচার-আদালত, কে শুধিবে ঋণ?


দুর্বৃত্ত তস্কর মন নিয়ে নিয়ত করে খেলা;
রক্তাক্ত মন ফেলে যায় করে অবহেলা।


ক্ষতবিক্ষত মনে চলে কত আহাজারি;
রাখেনা মনের খবর, দিবসে বিভাবরী।
       তারিখ: ০৪-০৩-২০২৩ ইং;