বড়ই অস্থির সময়ে আমাদের বসবাস;
বিষাক্ত বাতাসে নিতে হচ্ছে নিঃশ্বাস।
ইউক্রেন বিধ্বস্ত রাশিয়ার আগ্রাসনে;
মার্কিন বাসনা বিশ্ব চলুক তার শাসনে।


চীনের বাণিজ্য এখন দুনিয়া জোড়া;
তীর বেগে ছুটছে তার টাকার ঘোড়া।
বিশ্ব মোড়ল হব সবার মনে বাসনা;
নানা ভাবে তাই সবাই চালায় পেষনা।


নিজের দেশেও সবার লক্ষ্য সিংহাসন;
ন্যায় অন্যায় কিছু নেই শুধুই ভাষণ।
একবার যদি কেউ পায় ক্ষমতার স্বাদ;
ক্ষমতায় থাকার জন্য করে জীবন পাত।


তাদের শেখানো বুলি তখন জিন্দাবাদ;
সত্য কথা বললে হয়ে যায় অপবাদ।
জটিল পৃথিবী সত্য বলা কঠিন কাজ;
জানিনা কে সেজেছে কোন রথীর সাজ?


সত্য কথনে বাঁধতে পারে শোরগোল।
পুরো জীবনটা হয়ে যেতে পারে বিফল।
সবার আগে বাঁচাতে হবে নিজ জীবন;
তাইতো নির্বাসনে গেছে আজ সুবচন।
        তারিখ: ০২-০৬-২০২৩ ইং;