সত্য স্বয়ং প্রকাশ ঈশ্বর বহে সত্যের ভার;
কেমনে ঢাকিবে তারে আভরণে মিথ্যার?
কিছু সময় সত্যের পথ হতে পারে রুদ্ধ;
কিছুকাল চলতে পারে সত্য মিথ্যার যুদ্ধ।
মেঘ ঢেকে রাখতে পারে সূর্য ক্ষণকাল;
সূর্য আপন তেজে প্রজ্জ্বলিত অনন্তকাল।

গোয়েবলসের হাজারো চেষ্টা হয়েছে ব্যর্থ;
রক্ষা করতে পারেনি তারা মিথ্যার স্বার্থ।
নিজ ও সন্তানদের জীবন দিয়ে ঋণশোধ;
তবুও মিথ্যা প্রচারকারীদের হলো না বোধ।
সমানে চলছে এখনও মিথ্যার বেসাতি;
মিথ্যার নামে জ্বালাচ্ছে লাল সবুজ বাতি।

মিথ্যাবাদীকে করে না ক্ষমা নিষ্ঠুর ইতিহাস;
যথাসময়ে তাই সবকিছু করে দেয় ফাঁস।
মিথ্যার বেসাতি নিয়ে যতই কর অহংকার;
নিজ উত্তরাধিকারীও নেয় না মিথ্যার ভার।
মিথ্যার তিলক তোমার কপালে রবে আঁকা
মিথ্যা যত রঙেই হোক সত্যকে যায় না ঢাকা।
তারিখ: ১৮-০৬-২০২৫ ইং;