মিথ্যা অনেকটা রসালো ফলের মত;
পাকলে গন্ধ ছড়ায় শত।
চারদকে কীটপতঙ্গ করে ভনভন;
গন্ধ করতে পারে না গোপন।
সুবিধাবাদীরা মিথ্যার তালে তালে চলে;
বিশ্বাসযোগ্য করে মিথ্যাটাই বলে।
রঙে রঙে মিথ্যা হয় উজ্জ্বল;
দিন ফুরালেই পচে গলে হয় অচল।
  
সত্য অনেকটা রসহীন করলার মত;
তিতা হলেও ঔষধি গুণ শত।
সত্য রংহীন সাদা কাল;
তাইতো অনেকেরই লাগে না ভাল।
সত্য ব্রিটিশ যন্ত্রের সাথে তুলনীয়;
সৌন্দর্য কম টেকসই লক্ষণীয়।
বহু বাধা সত্য প্রকাশ ও প্রতিষ্ঠায়;
বিধাতা নিয়েছেন দায়িত্ব সত্য রক্ষায়।
তারিখ: ৩০-০১-২০২৪ ইং;